22 C
আবহাওয়া
৩:৩৭ পূর্বাহ্ণ - মার্চ ১, ২০২৪
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২

বিএনএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পিকআপের ধাক্কায় দুই বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। শুক্রবার (০৮ জানুয়ারি) সকাল সকালে উপজেলার পাড়কোলা বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাড়কোলা গ্রামের চান্দু শেখের স্ত্রী কাজলী বেগম (৬০), আনিস হোসেনের স্ত্রী সালেহা বেগম (৬১)। এছাড়া আনিস হোসেনের আহত ছেলে, পুত্রবধূ ও নাতনীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারা সবাই পাড়কোলা মহল্লার বাসিন্দা।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ মাহমুদ খান সংবাদ মাধ্যমকে জানান, শাহজাদপুরের বিভিন্ন খাবার হোটেলে প্রতিদিনের মত শুক্রবার সকালে কাজ করতে বের হন সবাই। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাড়কোলা বাজার এলাকায় তাদের বহন করা অটোভ্যানটিকে পেছন থেকে আসা পাবনাগামী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ