18 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

৮৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

৮৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

বিএনএ, ঢাকা : রাজধানীর রামপুরার নতুনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-১২। আটকরা হলেন- শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান।
শুক্রবার(৮ জানুয়ারী)  বিকেলে ১ নম্বর লোহার গেট এলাকার অভিযানস্থলে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মশিউর রহমান বলেন, গোয়েন্দা তথ্যে ব্যাটালিয়নের একটি দল রামপুরার নতুনবাগ ১নং লোহার গেট এলাকার ঘ-১ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে ১২ পাউন্ড সন্দেহজনক সাপের বিষ, ছয়টি টেস্টিং কিড, সিডি, একটি মেনুয়্যাল উদ্ধার করা। উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য ১০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ কোটি টাকা।

মশিউর রহমান বলেন, বিষের সঙ্গে পাওয়া মেনুয়্যাল অনুযায়ী এগুলো ফ্রান্সের তৈরি। এই বিষ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এসেছে। এখানে লিকুইড ও ক্রিস্টাল হিসেবে পেয়েছি। এই চক্রের সদস্যরা মূলত বাহক হিসেবে কাজ করছে। তবে আমরা এই বিষের গন্তব্য জানতে তদন্ত চলছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি এই বিষের বিভিন্ন ধরনের অবৈধ ব্যবহার রয়েছে। পাশাপাশি মাদক ও ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হতো।

এগুলো সাপের আসল বিষ কি না বা কোনো পরীক্ষা করা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেসব প্রমাণ পেয়েছি তাতে সাপের বিষ ধরা হচ্ছে। তবে আমরা সন্দেহজনক বিষ হিসেবে উল্লেখ করছি।

বিএনএ/এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ