29 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ১১৮

চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ১১৮

চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ১১৮

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৫৮টি নমুনা পরীক্ষায় ১১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের নগরে ১০৩ জন এবং উপজেলায় ১৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা  ৩১ হাজার ২১২ জন। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষায় ১৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৯০টি নমুনা পরীক্ষায় ১২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৯১টি নমুনা পরীক্ষায় ২৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষায় ১০ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৪টি নমুনা পরীক্ষায় ১২ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২১টি নমুনা পরীক্ষায় ২৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৩টি নমুনা পরীক্ষায় ৯ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫২টি নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৮৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও ১১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। যার মধ্যে নগরে ১০৩ জন এবং উপজেলায় ১৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২১২ জন।

বিএনএনিউজ/আমিন

 

Loading


শিরোনাম বিএনএ