28 C
আবহাওয়া
১০:৪৪ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছুরিকাঘাতে খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে খুন

মেয়েকে জোর করে বিয়ে দেয়ায় বাবাকে ছুরিকাঘাত

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে সুলতান আহমেদ (৫০) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছে। রোববার (৭ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ভোরে ওই এলাকার কোরবান আলী শাহ (র.) এবাদতখানা থেকে ফজরের নামাজ শেষে বাড়ি যাচ্ছিলেন সুলতান আহমেদ।

সেখানে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

মরদেহ মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

 

Total Viewed and Shared : 133 


শিরোনাম বিএনএ