18 C
আবহাওয়া
৫:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » আশরাফ গানির চুরির ভিডিও তালেবানের হাতে

আশরাফ গানির চুরির ভিডিও তালেবানের হাতে

আশরাফ গানির চুরির ভিডিও তালেবানের হাতে

বিএনএ বিশ্বডেস্ক : আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গানির লাখ লাখ ডলার চুরির ভিডিও পেয়েছে তালেবানরা। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এমন একটি ভিডিও সরবরাহ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে আশরাফ গনি ডলার চুরি করার পর সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা ঝগড়া করছেন। এক পর্যায়ে তারা হাতাহাতিতেও লিপ্ত হন। তারা ঝগড়া করছিলেন অবশিষ্ট অর্থ-কড়ি নিয়ে।

অভিযোগ উঠেছে, তালেবানের কাবুল দখলের মুখে আকস্মিক দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। দেশত্যাগের পরপরই খবর বের হয় আশরাফ গনি পালানোর সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন।

এ দিকে এ চুরির অভিযোগ অস্বীকার করে আসছেন আশরাফ গানি । তিনি দাবি করেছেন, নিরাপত্তা কর্মকর্তাদের তাড়া থাকায় সম্পত্তি ও গোপনীয় নথি রেখেই তাকে দ্রুত দেশ ছাড়তে হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ