বিএনএ, ডেস্ক: এইচবি ফিল্মের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা বিপ্লব হোসেন নির্মিত ফিকশন ‘শেষ ছোঁয়া’।
ভালোবাসা না পাওয়া আত্মা বারবার ফিরে আসে ভালোবাসা পাওয়ার আশায় এবং ভালোবাসা পাওয়ার পর তাদের আবার ফিরে যেতে হয় অজানায় কিন্তু বাস্তব পৃথিবীর ভালোবাসা প্রদানকারী ওই আত্মার মায়ায় পড়ে কিন্তু অদৃশ্য আত্মাকে শেষবারের মতো না ছুঁতে পারার কষ্ট নিয়ে বাঁচতে হয় আমৃত্য। এমনই গল্পে নির্মিত হয়েছে এই মিনি ফিকশনটি এবং এই হৃদয়গ্রাহী গল্পে অভিনয় করেছেন আলিফ চৌধুরী ও মমি খান।
আরও পড়ুন: নোয়াখালীতে ম্যাটস্ শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট
বিপ্লব হোসেন জানান, ভালোবাসার আবেদন চিরন্তন, যুগে যুগে এ আবেদন একই রকম রয়ে গেছে। কাজটি খুব ভালোবেসে পুরো টিম করেছে। আমাদের বিশ্বাস দর্শক কাজটি পছন্দ করবেন।
প্রধান চরিত্রে অভিনয় করা আলিফ জানান, খুবই সুন্দর একটি গল্প ও নির্মাণ, অভিনয় করার সুযোগ ছিল এবং নির্মাতা সেই সুযোগটা দিয়েছেন। পাশাপাশি সহশিল্পী মমি খানও যথেষ্ট সহযোগিতা করেছেন; ফলে দারুণ একটা কাজ করতে পেরেছি।
বিএনএনিউজ/বিএম
Total Viewed and Shared : 1146