39 C
আবহাওয়া
৫:২১ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে নতুন শনাক্ত ১৯৮, মৃত্যু ৪

চট্টগ্রামে নতুন শনাক্ত ১৯৮, মৃত্যু ৪

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষায় ১৯৮  জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।নতুন আক্রান্তদের মধ্যে ১০২ জন নগরের এবং ৯৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  এনিয়ে চট্টগ্রামে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩১৯ জনে এসে দাঁড়িয়েছে। একই সময় করোনায় আক্রান্ত হয়ে নগরে ২ জন ও জেলায় ২ জন মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার ( ৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

করোনায় চট্টগ্রামে আক্রান্ত ১৯৮, মৃত্যু ৪

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৯৯টি নমুনা পরীক্ষায় ৫২ জন,বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৫২টি নমুনা পরীক্ষায় ৫১জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৫২টি নমুনা পরীক্ষায় ২২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭২ টি নমুনা পরীক্ষায় ৩৬ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬টি নমুন পরীক্ষার ফল নেগেটিভ, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষায় ৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৭১টি নমুনা পরীক্ষায় ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৪টি নমুনা পরীক্ষায় ৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় ১ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৭টি নমুনা পরীক্ষায় ৪ জন ও ল্যাব এইডে ২টি নমুনা পরীক্ষায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৬ হাজার মৃত্যু

এছাড়া এন্টিজেনে ২৫টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এবং  এ দিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবে (আরটিআরএল) নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রামের করোনার আজকের আপডেট নিউজ

উপজেলায় ৯৬ জনের মধ্যে লোহাগাড়ায় ১০ জন, সাতকানিয়ায় ৮ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারায় ১৫ জন,পটিয়া ২ জন, বোয়ালখালী ১০ জন, রাউজান ২৬ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ১৪ জন, সীতাকুণ্ড ৩ জন ও মিরশ্বরাই ৫ জন। চন্দনাইশ, রাঙ্গুনিয়া ও সন্দ্বীপ উপজেলায় গত ২৪ ঘন্টায় কেউ করোনায় আক্রান্ত হয় নি।

করোনায় চট্টগ্রামে মৃত্যু(আপডেট)

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯৮ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ  হাজার ৩১৯ জন। যাদের মধ্যে নগরে ৭২ হাজার ৮০৪ জন এবং উপজেলায় ২৭ হাজার ৫১৫ জন। একই সময় করোনায় ৪ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫৫ জন। যাদের মধ্যে নগরে ৬৯৮ জন এবং উপজেলায় ৫৫৭ জন।

বিএনএনিউজ২৪/ আমিন,জিএন

Loading


শিরোনাম বিএনএ