27 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৪
Bnanews24.com
Home » ১১০ বছর বয়সে স্কুলে যাচ্ছেন সৌদি নারী

১১০ বছর বয়সে স্কুলে যাচ্ছেন সৌদি নারী

নাওদা আল-কাহতানি

বিএনএ, বিশ্ব ডেস্ক : ১১০ বছর বয়সে  সৌদিআরবের এক নারী নাওদা আল-কাহতানি স্কুলে(বয়স্ক শিক্ষা কেন্দ্রে) যাচ্ছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমের উমওয়া গভর্ননেটে আল-রাহওয়া সেন্টারের সহায়তায় তিনি নিয়মিত স্কুলে যান।

নাওদা আল-কাহতানি বলেন, তিনি পড়াশোনাকে উপভোগ করছেন, প্রতিদিনই তার হোমওয়ার্ক সম্পন্ন করেন। তিনি সাংবাদিকদের বলেন, পড়াশোনা তার জীবনকে পাল্টে দিয়েছে।

নাওদা আল-কাহতানির দেখাদেখি আরও ৫০ এর বেশি নারী বয়স্ক শিক্ষা কেন্দ্রে যাচ্ছেন লেখা পড়া শিখতে।

ব্যক্তিগত জীবনে নাওদা আল-কাহতানি চার সন্তানের মা। তার সবচেয়ে বড় সন্তানের বয়স ৮০ বছর। আর সবচেয়ে ছোটটির বয়স ৫০-এর কোঠায়।

এই কেন্দ্রে শিক্ষার্থীদেরকে বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়, পবিত্র কোরআনের কিছু আয়াত শেখানো হয়।

নাওদার চার সন্তানও তাদের মায়ের নতুন শিক্ষা জীবন নিয়ে বেশ খুশি। তিনি স্কুলে যান তার ৬০ বছর বয়স্ক ছেলে মোহাম্মদের সহায়তায়। মোহাম্মদ সকালে তাকে স্কুলে নিয়ে যান, ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তিনি বলেন, তার মা যে প্রতিদিন কিছু শিখছে, এ নিয়ে তিনি গর্বিত।

তিনি বলেন, ‘আমরা জানি যে এই বয়সে আমার মা নাওদা আল-কাহতানির পক্ষে কাজটি সহজ নয়। তারপরও পরিবারের সকল সদস্য এ জন্য গর্বিত, আনন্দিত। সূত্র:  আরব নিউজ

বিএনএনিউজ২৪,জিএন/ হাসনাহেনা 

Loading


শিরোনাম বিএনএ