30 C
আবহাওয়া
৬:২৮ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » হাতির দাঁতসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের ৩ জন গ্রেপ্তার

হাতির দাঁতসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের ৩ জন গ্রেপ্তার

হাতির দাঁতসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের ৩ জন গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে হাতির দাঁতসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার ( ৬ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-সুইচিং মার্মা (৩৩), মো. হাফিজুর খান (৪৩) ও মো. খোরশেদ আলম (৩৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, কতিপয় চোরাকারবারী বাংলাদেশ থেকে ভারতে বন্যপ্রাণী হাতির দাঁত পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি হাতির দাঁতের খন্ডাংশ উদ্ধার করা হয়েছে।ওই দাঁতের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।তারা দীর্ঘদিন যাবত বন্যপ্রাণী হাতির দাঁত পারমিট ব্যতিত অবৈধ ভাবে নিজ দখলে রেখে দেশ-বিদেশে পাচার করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ