33 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রামে টিসিবি ৪ ডিলারশিপ বাতিল

চট্টগ্রামে টিসিবি ৪ ডিলারশিপ বাতিল

টিসিবি

বিএনএ,চট্টগ্রাম : পণ্য বিক্রয়ে অনিয়ম ও চুক্তিভঙ্গের দায়ে চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার (৭ জুলাই) টিসিবির প্রধান কর্মকর্তা ও উপ-সচিব আলেয়া খাতুনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

চট্টগ্রামে বাতিলকৃত ডিলারগুলো হল- হাটহাজারীর নন্দীরহাট বাজারের মেসার্স জননী স্টোর, কোতোয়ালীর ফিরিঙ্গি বাজারের মেসার্স ট্রেড লিংক, বোয়ালখালীর ফকিয়াখালী বাজারের মেসার্স দিদারুল আলম এবং আনোয়ারার ভেন্টি বাজারের মেসার্স আল-আমীন পেইন্ট।

টিসিবি সূত্রে জানা যায়, পণ্য বিক্রয়ে অনিয়ম ও একটি প্রতিষ্ঠানের নামে একাধিক ডিলার থাকায় তাদের জামানত বাজেয়াপ্তসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন জানান, পণ্য বিক্রয়ে অনিয়ম, কালোবাজারির অভিযোগ ও একই ডিলারের নামে একাধিক ডিলার থাকায় তাদের জামানত বাজেয়াপ্তসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ