বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযানের সময় আহত ইসরায়লি মহাকাশ বিজ্ঞানী এভি হার ইভান শেষ পর্যন্ত মারা গেছেন। ৮৪ বছর বয়সী এই বিজ্ঞানী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শিল্পেও ব্যাপক অবদান রেখেছেন বলে জানা গেছে।
গাজায় ইসরায়লের সাম্প্রতিক আগ্রাসনের সময় ইসরায়েলের অভ্যন্তরে আরব মুসলমানেরা যে বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন তারই ধারাবাহিকতায় সেখানে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় আক্রা শহরে একটি হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এভি হার ইভান তখন ঐ হোটেলে ছিলেন।
আগুনে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। এছাড়া সৃষ্ট ধোয়ার কারণেও তিনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয় বলে ইসরায়েলের সব গণমাধ্যম আজ খবর দিয়েছে।
ইসরায়লি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এভি হার ইভানকে হাইফা হাসপাতালে স্থানান্তরের পর থেকেই তিনি অজ্ঞান ছিলেন এবং বিশেষ যন্ত্রের সাহায্যে শ্বাস নিচ্ছিলেন।
এভি হার ইভান এর আগে ইসরায়লের মহাকাশ সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই বিজ্ঞানীকে তার অবদানের জন্যে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত করা হয়েছিল।
বিএনএনিউজ/ এইচ.এম।