26 C
আবহাওয়া
৬:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীর কধুরখীল সরকারি স্কুলের সাবেক শিক্ষক নূর মোহম্মদ আলকাদেরীর ইন্তেকাল

বোয়ালখালীর কধুরখীল সরকারি স্কুলের সাবেক শিক্ষক নূর মোহম্মদ আলকাদেরীর ইন্তেকাল

বোয়ালখালীর কধুরখীল সরকারি স্কুলের সাবেক শিক্ষক নূর মোহম্মদ আলকাদেরীর ইন্তেকাল

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : বোয়ালখালীর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নূর মোহম্মদ আলকাদেরী (৮৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৮টার সময় তিনি বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ২ ছেলে, ছাত্রছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা নূর মোহাম্মদ আলকাদেরী আকুবদন্ডী গ্রামের হযরত শাহসূফি মাওলানা আবদুল মান্নান শাহ (রহ.) এর কনিষ্ট পুত্র। কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া বলেন, বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক মাওলানা নূর মোহাম্মদ আলকাদেরী ২০০৭ সালে অবসরে যান। তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অত্যন্ত আপনজন ছিলেন।

তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের সকলেই শোকাহত। তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছেরসহ ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

বিএনএনিউজ২৪.কম/বাবর মুনাফ/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ