36 C
আবহাওয়া
১২:৪৮ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

বিএনএ, ঢাকা: দুই দিনের সফরে রোববার (৭ এপ্রিল) ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা। তাঁর সফরে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।

এই সফরে কৃষি ও প্রতিরক্ষা খাতে দুটি এমওইউ সইয়ের বিষয়ে কথা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

দুপুরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। এরপর বাণিজ্য প্রতিমন্ত্রী তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ওই বৈঠক শেষে চুক্তি ও এমওইউ সই হওয়ার কথা।

জানা গেছে, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে। ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধি দল এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে। ব্রাজিল বাংলাদেশে কম দামে মাংস রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আলোচনা হতে পারে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ