29 C
আবহাওয়া
৭:৫১ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » গুলিস্তানে বিস্ফোরণ: ঢামেকে স্বজনদের আর্তনাদ

গুলিস্তানে বিস্ফোরণ: ঢামেকে স্বজনদের আর্তনাদ


বিএনএ, ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় ভবন বিস্ফোরণে এ পর্যন্ত ১৭ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শতাধিক। দুর্ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও স্থানীয়রা।

নিহতদের মধ্যে দুজন নারী, বাকিরা সবাই পুরুষ। মর্গের ভেতরে স্বজনরা মরদেহ শনাক্তের চেষ্টা করছেন। আর মর্গের ভেতর থেকে ভেসে আসছে আর্তনাদ। ভারি হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।

রনি নামে একজন এসেছেন তার ভাইয়ের খোঁজে। তিনি বলেন, ‘আমার ভাইয়ের নাম মমিন উদ্দিন সুমন। যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচতলায় আনিকা জিন্স নামে ভাইয়ের একটি দোকান ছিল। দুর্ঘটনার সময় তিনি মার্কেটে ছিলেন।’

যখন বিস্ফোরণ ঘটে, তখন রনি মার্কেটে ঢোকার জন্য সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন বলে জানান। বিস্ফোরণে ভবন তছনছ হওয়ার দৃশ্য নিজ চোখে দেখেছেন তিনি। রনি বলেন, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মনে হলো যেন ভূমিকম্প হয়েছে। এরপর পুরো এলাকা অন্ধকার হয়ে যায়।’

বিস্ফোরণের ঘটনায় সুমন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে নিহত সুমনের বোন বিলাপ করতে করতে বলছিলেন, ‘আমার ভাই কেন যে বিদেশ থেকে আসল? আমার মায়ের জন্য ইফতারি কিনতে গেছিল। আমার ভাই তো শেষ।’

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় ভবন বিস্ফোরণে এ পর্যন্ত ১৭ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শতাধিক। দুর্ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও স্থানীয়রা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ