23 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » মৌলভীবাজারে এক পশলা বৃষ্টি

মৌলভীবাজারে এক পশলা বৃষ্টি


বিএনএ ডেস্ক :মৌলভীবাজার জেলায় শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় এক পশলা বৃষ্টি হয়েছে। বসন্তকালে আধা ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে ভিজিয়ে যায় জেলা শহর।

রাত সোয়া ৮টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. জাহেদুল ইসলাম মাসুম  বলেন, শ্রীমঙ্গলে সন্ধ্যা ৭.৫৫টা থেকে ৮.১৫টা পর্যন্ত এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এটি এ মৌসুমের প্রথম বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে।

সকাল থেকে আকাশ মেঘলা থাকার কারণে বিকেলে শহরে মানুষের চলাচল কমতে শুরু করে। শহরের মুজতবা আলী সড়কের চায়ের দোকানি বলেন, বিকেল থেকে বাতাস বেড়ে যাওয়ায় আন্দাজ করা যাচ্ছিলো বৃষ্টি হবে। সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়।

বড়লেখা উপজেলার কৃষক ইমাম উদ্দিন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় বৃষ্টি শুরু হয়। এই সময়ে কৃষকেরা ইরি ধান রোপন করেন। এই ধানে প্রচুর পানির প্রয়োজন হয়। এই বৃষ্টি কিছুটা হলেও পানির জোগান দেবে।

মৌলভীবাজার পলিটেকনিকের শিক্ষার্থী কামরান আহমদ বলেন, বৃষ্টি শুরুর পর বিদ্যুৎ চলে গেছে। দেড় ঘণ্টা হলো এখনও আসেনি। তাই মোমবাতির আলোয় পড়াশোনা করতে হচ্ছে।

Loading


শিরোনাম বিএনএ