18 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হিরো আলমকে জরিমানা

হিরো আলমকে জরিমানা

হিরো আলম

সিলেট:  বাংলা সিনেমার নায়ক,পরিচালক এবং জাতীয় সংসদের উপনির্বাচনের প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের গাড়িকে জরিমানা করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার(৭ ফেব্রুয়ারি) উপহারের গাড়ি নিতে হবিগঞ্জে যাবার পথে আড়াই হাজার টাকা জরিমানা করে।  হিরো আলমকে বহনকারী গা‌ড়ি‌টি নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানোর দায়ে এই জরিমানা করা হয়।  গাড়িটি কে ড্রাইভ করছিলেন তা জানা যায় নি।

শা‌য়েস্তাগঞ্জ হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সা‌লেহ আহ‌মেদ জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, হি‌রো আল‌মের গা‌ড়ি অতিরিক্ত গ‌তি‌তে চালা‌নোর দায়ে ঢাকা-সি‌লেট মহাসড়‌কের শা‌য়েস্তাগঞ্জ এলাকায় তাঁকে জ‌রিমানা করা হয়েছে।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের সাম্প্রতিক উপনির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ