29 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২, ২০২৩
Bnanews24.com
Home » বর্তমান প্রেমিকা নিয়ে সাবেক প্রেমিকার জন্মদিনে উপস্থিত রণবীর কাপুর

বর্তমান প্রেমিকা নিয়ে সাবেক প্রেমিকার জন্মদিনে উপস্থিত রণবীর কাপুর

বর্তমান প্রেমিকা নিয়ে সাবেক প্রেমিকার জন্মদিনে উপস্থিত রণবীর কাপুর

বিএনএ, বিনোদন ডেস্ক : ৩৫ এ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। করোনার চোখ রাঙানি উপেক্ষা করেই স্বাস্থ্যবিধি মেনে তিনি আয়োজন করেছিলেন ঘরোয়া পার্টির। সেখানেই নিজের সাবেক প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন রণবীর। সঙ্গে নিয়ে এসেছিলেন হবু স্ত্রী আলিয়া ভাটকে।

একসময় যার জন্মদিনে মোমবাতি নিভিয়ে কেক কাটতেন, সে এখন অন্যের ঘরনি। তাতে কী! বন্ধুর জন্মদিন বলে কথা! তাই হয়ত বর্তমান প্রেমিকাকে সঙ্গে নিয়েই অনুষ্ঠানে যোগ দেন রণবীর।

জন্মদিনে কালো রঙের পোশাকে সাজতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। রণবীর সিংয়ের সঙ্গে ভালবাসার ছবি প্রকাশ করেন দীপিকা। কালো রঙের পোশাক পরে রণবীর কাপুরের হাত ধরে পার্টিতে হাজির হন আলিয়া ভাট।

দীপিকার জন্মদিনে তার প্রতি ভাললাগা এবং ভালবাসা প্রকাশ করে শুভেচ্ছা জানান আলিয়া ভাট। পাশাপাশি ভবিষ্যতে দীপিকার সঙ্গে তারা আরও অনেক জায়গায় যেতে চান বলেও মনের ইচ্ছা প্রকাশ করেন আলিয়া ভাট। রণবীরের প্রাক্তন বান্ধবীর প্রতি কোনও বিদ্বেষ না রাখে আলিয়া যে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে প্রস্তুত তা ফের প্রকাশ্যে এলো।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, অনন্যা পাণ্ডে, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, ইশান খট্টরসহ আরও অনেকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 135 


শিরোনাম বিএনএ