30 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » সাইবার অপরাধ এখন একটি বড় চ্যালেঞ্জ:স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ এখন একটি বড় চ্যালেঞ্জ:স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ এখন একটি বড় চ্যালেঞ্জ:স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ,গাইবান্ধা: দেশে জঙ্গিদের একবারে নির্মূল করা সম্ভব না হলেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।জঙ্গিরা আর কোন দিন মাথা তুলে দাঁড়াতে পারবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার(৭ জানুয়ারি)গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাটে র‌্যাব সেবা সপ্তাহ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,সরকার ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মুখে জঙ্গিরা তাদের ধ্বংসাত্মক তৎপরতা চালানোর সক্ষমতা হারিয়ে ফেলেছে।তবে সাম্প্রতিক সময়ে অপরাধ নানা ধরনের ডালপালা মেলছে।বিশেষ করে সাইবার অপরাধ এখন একটি বড় চ্যালেঞ্জ।সেলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রস্তুতি নিয়েছে।সাইবারসহ সকল অপরাধ নির্মূলে সরকার কাজ করছে তারা।যুগের সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,জঙ্গিরা সবসময় দেশকে অচল করতে চায়।তাদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে,তারা আর কখনোই ধ্বংসাত্মক কিছু করতে পারবে না।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।এরই ধারাবাহিকতায় সন্ত্রাস জঙ্গিবাদ, জলদস্যু দমন, প্রশ্নপত্র ফাঁস বন্ধসহ সকল ধরণের অপরাধ দমনে র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া, গাইবান্ধায় নৌ পুলিশ স্টেশন স্থাপন করে তাদের শক্তিশালী করা হবে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া অভিযোগ করেন,গাইবান্ধার বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত ফেরি সার্ভিস চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি।লাখো মানুষের যোগাযোগব্যবস্থা সহজ করতে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশ কেন, কীভাবে উপেক্ষা করে; তা খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ফজলে রাব্বী মিয়া বলেন, কয়েক বছর আগে নদী খনন, ঘাট নির্মাণসহ ফেরি চালুর জন্য বিভিন্ন কার্যক্রম শুরু হয়।দীর্ঘদিন অতিবাহিত হলেও সেই কাজ শেষ করা হয়নি বলেও জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপত্বিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি, র‌্যাব-১৩-এর অধিনায়ক, গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ