সস্ত্রীক করোনা পজেটিভ চসিক প্রশাসক সুজন
বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৬ জানুয়ারি) রাতে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন খোরশেদ আলম সুজনের পিস রাজু।
তিনি বলেন, রাতে দু’জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তারা বাসায় রয়েছেন। তাদের শারীরিক কোনো পরিবর্তন হয়নি। তাদের প্রেসার ও অক্সিজেন স্বাভাবিক আছে। দু’জনই সুস্থ রয়েছেন।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, বুধবার রাতে সুজন ও তার স্ত্রীর করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এসেছে।দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন। দুজনই উপসর্গহীন। তারা বাসায় আইসোলেশনে আছেন।
বিএনএনিউজ/আমিন