28 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৩
Bnanews24.com
Home » ট্রাম্প সমর্থকদের তাণ্ডব, ওয়াশিংটনে কারফিউ

ট্রাম্প সমর্থকদের তাণ্ডব, ওয়াশিংটনে কারফিউ


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটল হিলে তাণ্ডবের ঘটনায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই কারফিউ জারি করা হয়।

এদিকে তাণ্ডবের সময় পুলিশে গুলিতে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কারফিউ জারির ঘোষণায় ট্রাম্প সমর্থকদের একটা অংশ ক্যাপিটাল হিলের সামনে থেকে ঘরে ফিরে গেলেও রয়ে গেছে শত শত ট্রাম্প সমর্থক।

বিবিসির খবরে বলা হচ্ছে, আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে।

জো বাইডেন ঘটনাকে একটি ‘বিদ্রোহ’ বলে আখ্যায়িত করেন, আর ট্রাম্প একটি ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন।

এই তাণ্ডডবের মধ্যে বাইডেনের জয় অনুমোদন করার জন্য কংগ্রেস অধিবেশন স্থগিত করা হয়। এটি ছিল আমেরিকার সংসদের দুই কক্ষ – হাউস অফ রেপ্রেসেন্টেটিভ বা প্রতিনিধি সভা এবং সেনেট-এর যৌথ অধিবেশন।

কংগ্রেস নেতারা বলছেন, ক্যাপিটল ভবন নিরাপদ হওয়ায় স্থানীয় সময় রাত ৮টায় তারা যৌথ অধিবেশন আবার শুরু করবেন এবং জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করবেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Total Viewed and Shared : 140 


শিরোনাম বিএনএ