30 C
আবহাওয়া
৫:৪০ পূর্বাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » জেনে নিই নামাজের ফজিলত

জেনে নিই নামাজের ফজিলত

জেনে নিই নামাজের ফজিলত

বিএনএ, চট্টগ্রাম: নামাজে দাঁড়ানোর অর্থ হলো আল্লাহর সাথে কথোপকথন। রুকুতে যাওয়ার অর্থ হলো আল্লাহর কাছে অনুমতি চাওয়া। সিজদায় যাওয়ার অর্থ হলো মান-অভিমান, অভিযোগ, মনের আশা-আকাঙ্খা, চাওয়া, পাওয়া, প্রয়োজন, ফরিয়াদ, ক্ষমা, দোয়া ইত্যাদি সবকিছু আল্লাহর কাছে চাওয়া বা বলা।

আল্লাহতায়ালা সিজদাকে অত্যান্ত ভালোবাসেন। তাই পাঁচ ওয়াক্তের সিজদা কখনো বৃথা যায়না। যার কাছে চাইলেই পাওয়া যায় তার কাছেইতো চাইবো। প্রতি ওয়াক্তের ফরজ নামাজের সিজদায় এই কথোপকথন সবচেয়ে উত্তম। যত বেশী চাওয়া পাওয়া সিজদার স্থায়ীত্ব ততবেশী। সেই সবচেয়ে উত্তম যে নিজে জানে এবং অন্যকেও জানায়।

বিএনএনিউজ/ রেহেনা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ