16 C
আবহাওয়া
১১:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

বিএনএ,নারায়ণগঞ্জ:  নারায়ণগঞ্জের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।সোমবার (৬ ডিসেম্বর) ভোরের দিকে আড়াইহাজারের কুমারপাড়া এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দগ্ধরা হলেন,  মো. সোলায়মান (৪২), তার স্ত্রী রিমা আক্তার (৩০), তাদের ছেলে মাহিদ (১৩) ও আরশ (৩)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. এস এম আইউব হোসেন জানান,  আহতদের মধ্যে সোলায়মানের শরীরের ৯৫ শতাংশ, রিমা আক্তারের ১৫ শতাংশ, শিশু মাহিদের ১৩ ও আরশের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সোলায়মানের অবস্থা আশঙ্কাজনক।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ