33 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » ফুলগাজী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কিশোর আহত

ফুলগাজী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কিশোর আহত


বিএনএ, ফেনী : ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফে)’র গুলিতে এক বাংলাদেশি কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে সীমান্তের ২১৭৭ নম্বর সাব-পিলারের অদূরে গুলিবর্ষনের এই ঘটনা ঘটে।

গুলিতে আহত রাজন (১৭) উপজেলার আমজাদহাট ইউনিয়নের সীমান্তবর্তী খাজুরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবদুস শুক্কুর।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম কিশোর রাজনের শরীরে শর্ট গানের গুলি হতে পারে জানিয়ে আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

তবে খাজুরিয়া সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) সদস্য কমান্ডার ওমর ফারুক বিএসএফ কর্তৃক কিশোর আহত হওয়ার বিষয়ে অবগত নয় বলে জানান।

এদিকে রাজন কলেজ ছাত্র বলে জানা গেলেও কী কারণে বিএসএফ সীমান্তে গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় একটি সূত্র জানায়, নিকটবর্তী দোকান থেকে মোবাইলের আলো জ্বেলে বাড়ি ফেরার পথে বিএসএফ চোরাই পথে গরু আনা-নেওয়ার জন্য জড়িত সন্দেহে গুলি ছুঁড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুলিতে আহত রাজনকে ফেনী সদর হাসপাতাল থেকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বর্তমানে খাজুরিয়া সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে জানান ওসি আবুল হাসিম।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ