34 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » পাঞ্জশির থেকে সরলেই শান্তি আলোচনা -আহমেদ মাসুদ

পাঞ্জশির থেকে সরলেই শান্তি আলোচনা -আহমেদ মাসুদ


বিএনএ ডেস্ক : আফগানিস্তানের পাঞ্জশির নেতা আহমেদ মাসুদ বলেছেন ,শান্তি আলোচনার জন্য তিনি প্রস্তুত। তবে তার আগে পঞ্জশির উপত্যকা ও পার্শ্ববর্তী আন্দারব থেকে সরতে হবে তালিবান বাহিনীকে।

বিগত কয়েক সপ্তাহ ধরে লড়াইয়ের পর তালিবানের দাবি করেছে, পাঞ্জশিরের একাধিক গুরুত্বপূর্ণ জেলা তারা দখল করে নিয়েছে। অন্য দিকে, উত্তরের জোট জানিয়েছে, এখনও পর্যন্ত তালিবান বাহিনীর এক হাজারেরও বেশি সেনাকে তারা মেরে ফেলেছে।

উল্লেখ্য,গত ১৫ অাগস্ট তালেবান বাহিনী কাবুল দখল করার পর থেকেই আফগানিস্তানের উত্তরে পাঞ্জশির উপত্যকাকে নিজেদের নিয়ন্ত্র্রণে রাখতে সফল হয়েছেন মাসুদ বাহিনী। গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্-র সঙ্গে হাত মিলিয়ে উত্তরে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছেন তিনি। পাঞ্জশিরকে তাদের দখলে আনতে তালেবানরাও ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে

বিএনএ//ওজি

Loading


শিরোনাম বিএনএ