21 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেল কলেজছাত্রের

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাখায়েত (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় সন্দ্বীপ পৌরসভায় কলাতলী মার্কেটে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে ১১০০০ ভোল্টেজ লাইনে জড়িয়ে মারাত্নকভাবে আহত হন তিনি।

নিহত সাখায়াত সন্দ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজী বাকায়েতের ছেলে। তিনি স্থানীয় মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যয়নের পাশাপাশি এলাকায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সন্দ্বীপ পৌরসভায় কলাতলী মার্কেটে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে ১১০০০ ভোল্টেজ লাইনে জড়িয়ে মারাত্নকভাবে আহত হন সাখায়েত। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ওইরাতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ