25 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ১০ হাজারের বেশি প্রাণহানি

করোনায় আরও ১০ হাজারের বেশি প্রাণহানি

করোনায় আরও ১০ হাজারের বেশি প্রাণহানি

বিএনএ বিশ্বডেস্ক : করোনায় বিশ্বে গত ২৪ ঘন্টায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। ১০ হাজার ৩৯২ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ চার হাজার ৮১১ জন। শুক্রবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৬৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ লাখ ৮০ হাজার ৩২৪।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৬৩ লাখ এক হাজার ৭৪৪ জনের। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩১ হাজার ৮৭৯ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৮ লাখ ৫৫ হাজার ৭৮৩ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ২৬ হাজার ৭৮৫ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬০ হাজার ৮০১ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৬ হাজার ৫৮৭ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে। এর মধ্যে মারা গেছেন ২১ হাজার ৯০২ জনে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ