25 C
আবহাওয়া
৯:২৮ পূর্বাহ্ণ - মে ১২, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫


বিএনএ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে এক পাগলা কুকুরের কামড়ে ১৫ নারী পুরুষ আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জন হাসপাতালে ভর্তি।

বৃহস্পতিবার (৬ জুলাই) উপজেলার ১৫ ওয়াহেদপুর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ওয়াহেদপুর ও মধ্যম ওয়াহেদপুর গ্রামে‌ এই ঘটনা ঘটে।

পাগলা কুকুরের হামলায় ইতোমধ্যে ১৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, রবিউল হোসেন, মান্নান, রহিম, ছাত্রলীগ নেতা রনি, রফিক, ফকির, হালিমা, ফাতেমা, মিয়া৷ এছাড়া মিয়া ও নিজামের দুটি গরু তাহমিনার ছাগলকে কামড় দেয় পাগলা কুকুর৷ আহত আরও ক’জনের নাম পরিচয় জানা যায়নি৷ পরবর্তীতে স্থানীয়রা পাগলা কুকুরটি সঙ্গবদ্ধভাবে হত্যা করে।

কুকুরের কামড়ে আহত কৃষক রবিউল হোসেন বলেন, সকালে বাড়ির বারান্দায় ঘুমাচ্ছিলাম৷ হঠাৎ কিছু বোঝার আগেই কুকুর আমার বাম হাতে কামড় দিয়ে চলে যায়৷

ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন বলেন, বেওয়ারিশ এই পাগলা কুকুরের ব্যাপারে আগে থেকে এলাকার কেউই অবগত ছিল না। হঠাৎ আজ সকালে মসজিদের মুসল্লী, কৃষক, পথচারী, নারী এমনকি গৃহপালিত পশুর উপরও আক্রমণ করে আহত করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে৷

ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে বেশ ক’জন হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে প্রতিষেধক প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি আছে ৷

বিএনএ/আশরাফ,  এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ