29 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৪
Bnanews24.com
Home » চাল গুদাম জাতের মামলা : স্কয়ারের এমডির আগাম জামিন

চাল গুদাম জাতের মামলা : স্কয়ারের এমডির আগাম জামিন

স্কয়ারের এমডি অঞ্জন চৌধুরী

বিএনএ, ঢাকা:  ৪ হাজার টনের বেশি চাল গুদাম জাতের মামলায় স্কয়ার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অঞ্জন চৌধুরীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।আগামী ছয় সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোমবার(৬জুন) এ আদেশ দেন।

দিনাজপুর সদরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের গুদামে অভিযান চালিয়ে ৫ হাজার ১২৪ টন আতপ চাল জব্দের ঘটনায় মামলা দায়ের করে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালত। গত ৩১ মে বিকেল থেকে রাত আড়াইটা পর্যন্ত মিলের ছয়টি গুদামে এই অভিযান চালানো হয়।  এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় মিলের ইনচার্জকে।

এ ঘটনায় মামলা হয়। এ মামলায় অঞ্জন চৌধুরী হাইকোর্ট হাজির হয়ে জামিন চান। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ