29 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৪
Bnanews24.com
Home » গুরুতর আরও ৩ জনকে ঢাকায় আনার পরামর্শ সামন্ত লাল সেনের

গুরুতর আরও ৩ জনকে ঢাকায় আনার পরামর্শ সামন্ত লাল সেনের

গুরুতর আরও ৩ জনকে ঢাকায় আনার পরামর্শ সামন্ত লাল সেনের

বিএনএ ডেস্ক: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকায় উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পরিচালকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করেন ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, দগ্ধ রোগীদের ইনফেকশন হলে কোনোভাবেই বাঁচানো যায় না। এজন্য রোগী দেখতি গিয়ে অহেতুক ভিড় না করার আহ্বান জানান তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, রোগীদের শরীর ফুলে যাচ্ছে। তাদের শ্বাসকষ্ট হতে পারে। সেজন্য বার্ন আইসিইউতে নিতে হতে পারে। এ কারণে তাদের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত জানালে তাদের ঢাকায় নিয়ে চিকিৎসা দেয়া হবে।

চমেক হাসপাতালের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে ১৪ জন চট্টগ্রামে সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। তাদের একজনকে ঢাকায় নেয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেলে সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা এমন প্রশ্নে ডা. সামন্ত লাল বলেন, যারা দগ্ধ রোগীদের চিকিৎসা দিচ্ছেন সেসব চিকিৎসকদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে এখানে কিছু সুযোগ-সুবিধার সংকট রয়েছে। সেজন্য গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে।

এখন পর্যন্ত ১৪ জন পুড়ে যাওয়া রোগীকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ