বিএনএ,বিশ্বডেস্ক : আল আকসা মসজিদ কমপ্লেক্সে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মুসল্লিদের ওপর তারা স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী মুসল্লিদের আল আকসা থেকে জোরপূর্বক বের করে দিচ্ছে।
আল জাজিরার খবরে জানানো হয়েছে, আল আকসা মসজিদ কমপ্লেক্সে সহিংসতা নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আরব আমিরাত ও চীনের উদ্যোগে হবে এই রুদ্ধদ্বার বৈঠক।
এ দিকে নাবলুসে ইসরায়েলি বাহিনীর ছোড়া বিষাক্ত গ্যাসে অন্তত ১২ ফিলিস্তিনি আহত হয়েছেন। হেবরনের উত্তর সিটি সংলগ্ন বাইত উমরেও হামলার ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাসের ফলে বাইত উমরে বহু ফিলিস্তিনি শ্বাসকষ্টে ভুগছেন। জেনিন এবং বেথেলহেমেও সংঘর্ষ হয়েছে।
বিএনএ/ ওজি