29 C
আবহাওয়া
১:২০ পূর্বাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » পূর্বের নিয়মে হবে ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা

পূর্বের নিয়মে হবে ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা

পূর্বের নিয়মে হবে ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা

বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এবারের ভর্তি পরীক্ষায় গুচ্ছপদ্ধতিতে অংশ নিলেও ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষদে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা পূর্বের নিয়মানুযায়ী ‘ডি’ ইউনিটের অধীনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা ২০১৯-২০ শিক্ষাবর্ষের মতই এবারও বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের অধীনে এ পরীক্ষা সংক্রান্ত প্রশ্নপত্র প্রণয়নসহ যাবতীয় কার্যাদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। এছাড়া অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষা গুচ্ছপদ্ধতিতেই অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ইবি ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথকভাবে বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষা গ্রহণ করেছে ঠিক সেভাবেই এবছরও ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে একইভাবে ‘ডি’ ইউনিটের এ ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোন কমিটি বা সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়নি। সব কিছু ঠিক হলে প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো ১৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে গুচ্ছপদ্ধতিতে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সরকারি বিশ্ববিদ্যালয়ের সমূহের মধ্যে ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষদের অধীনে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ মোট ২৪০ টি আসন নিয়ে এই ৩টি বিভাগ একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ে রয়েছে। সেজন্য এই বিভাগগুলোর ভর্তি পরীক্ষা পৃথকভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/তারিক,মনির

Total Viewed and Shared : 112 


শিরোনাম বিএনএ