16 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » ৯ মার্চ বিএনপির কর্মসূচি ঘোষণা

৯ মার্চ বিএনপির কর্মসূচি ঘোষণা


বিএনএ, ঢাকা: গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ৯ মার্চ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।

বুধবার (৬ মার্চ) বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এখনো গুম ক্রস ফায়ার গ্রেপ্তার অব্যাহত রয়েছে। বিদ্যুৎ, গ্যাস,জ্বালানি ও সুপেয় পানি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্ষমতায় যাওয়ার পর জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আনতে পারেনি। দুর্নীতি ঢাকতে জ্বালানি খাতে ইনডেমনিটি জারি করা হয়েছে। নিজেদের পকেটে ঢোকানোর জন্য কুইক রেন্টালের মাধ্যমে ক্যাপাসিটি চার্জের নামে টাকা লোপাট করা হচ্ছে। জ্বালানি আমদানির নামে বিদেশে টাকা পাচার করা হচ্ছে।

রিজভী বলেন, রমজানের সিন্ডিকেটের মাধ্যমে নিত্য পণের দাম বাড়ানো হচ্ছে। বরই দিয়ে ইফতার করার পরামর্শ মুসলমানদের সাথে রসিকতা। ডামি সরকারের মন্ত্রীরা সাধারণ মানুষের সাথে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করছেন। মুক্তির চেতনা বিক্রি করা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের বেশি অপমানিত করেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ