35 C
আবহাওয়া
৪:৩৪ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৪
Bnanews24.com
Home » আদালতে আসামির মৃত্যু

আদালতে আসামির মৃত্যু

আদালতে আসামির মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : ইছহাক (৬৫) নামে এক ব্যক্তি আদালতে মামলার হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন| বুধবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তার মৃত্যু হয়। মারা যাওয়া ইছহাক ফটিকছড়ি থানাধীন উত্তর কাঞ্চননগর দুল্যাছড়ি এলাকার ফকির আহমদের ছেলে। তিনি একটি বন মামলার (মামলা নম্বর: ২/২০১৮) এজাহারভুক্ত আসামি।

 

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক-২ মো. হুমায়ুন কবির জানান, ইছহাক মামলায় হাজিরা দিতে এসে এজলাসের সামনে বারান্দায় পড়ে যান। পরে তিনি মারা যান। বিচারকের সামনে ওই ব্যক্তির সুরতহাল করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে খবর দেয়া হয়েছে।

চট্টগ্রামের কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কবির হোসেন বলেন, ইছহাক নামের এক ব্যক্তি মামলায় হাজিরা দিতে এসে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/আমিন

 

Loading


শিরোনাম বিএনএ