18 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » মোবাইল বিক্রেতাকে কুপিয়ে হত্যা

মোবাইল বিক্রেতাকে কুপিয়ে হত্যা

মরদেহ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক উপজেলার পানিকামড়া এলাকার একটি মোবাইল ফোনের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

বুধবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার তেঁথুলিয়া শিকদারপাড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। ওই যুবক নিখোঁজের ব্যাপারে মঙ্গলবার রাতে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিহত যুবকের নাম জহরুল ইসলাম (২৮)। বাড়ি উপজেলার মনিগ্রাম মধ্যপাড়া গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বুধবার সকালে স্থানীয় লোকজন তেঁতুলিয়া শিকদারপাড়া গ্রামের একটি নির্জন স্থানে রাস্তার পাশে জহুরুলের মোটরসাইকেলটি দেখতে পান। মোটরসাইকেলের ওপর মোবাইলের একটি কার্টন ছিল। তবে ভেতরে কোনো মোবাইল সেট ছিল না। আর পাশেই পড়ে ছিল একটি হাঁসুয়া। এর কিছুটা দূরে জহুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়েছিল।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ