22 C
আবহাওয়া
৭:৪৬ পূর্বাহ্ণ - মার্চ ৪, ২০২৪
Bnanews24.com
Home » বিয়ের আগেই ২ সন্তানের মা হয়েছিলেন রবিনা

বিয়ের আগেই ২ সন্তানের মা হয়েছিলেন রবিনা

রবিনা

বিনোদন ডেস্ক: মাত্র একুশ বছর বয়সেই মা হয়ে যান। ২ সন্তানের দায়িত্ব কাঁধে নেন রবিনা ট্যান্ডন। বিয়ের আগে ২ সন্তানের মা হওয়ার সিদ্ধান্ত খোলসা করলেন এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম জানায়, বলিউডে আসার পরপরই ২ শিশু কন্যাকে দত্তক নেন রাবিনা ট্যান্ডন। ক্যারিয়ার শুরুর পরপরই অর্থাত মাত্র ২১ বছর বয়সেই দুই মেয়ের দায়িত্বভার নিয়ে মা হয়ে ওঠেন রাবিনা। মাত্র ২১ বছর বয়সে যখন দুই সন্তানকে দত্তক নেন, সেই সিদ্ধান্ত খুব একটা সহজ ছিল না। এত বছর পর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রাবিনা ট্যান্ডন।

রাবিনা জানান, ২১ বছর বয়সে যখন দুই সন্তানকে দত্তক নেন, সেই সময় অনেকেই তাকে বাধা দেন। তার বয়স কম, তাই এত কম বয়সে ২ মেয়েকে সঙ্গে নিয়ে কে তার জীবনসঙ্গী হতে চাইবে বলেও অনেকে তাকে সাবধান করতে শুরু করেন।

ওই সময় অনেকে অনেক কথা বললেও তিনি কিছু শোনেননি। পূজা এবং ছায়াকে দত্তক নেওয়া তার জীবনের সবচেয়ে ভাল সিদ্ধান্ত বলেও মত প্রকাশ করেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী।

বিয়ের আগে দুই মেয়েকে দত্তক নেওয়ার পর তাদের বড় করে বিয়েও দেন রাবিনা ট্যান্ডন। বর্তমানে রাবিনার দুই মেয়েই সংসার করছেন। এরপর অনিল থাডানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাবিনা ট্যান্ডন।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ