বিএনএ ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় সব ক্রু নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন ক্রুসহ অন্তত সাতজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও ১১ জন ।
দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, এমডি-১১ কার্গো বিমানটি বিকেল ৫টা ১৫ মিনিটে হোনোলুলুর উদ্দেশে যাত্রা করেছিল। উড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের এক ডানায় আগুন দেখা যায়। পরে বিস্ফোরণ হয়।
স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উড়ার সময় বিমানটিতে আগুন লেগে যায়। এরপর হঠাৎ নিচের দিকে পড়ে যায়। মাটিতে আছড়ে পড়েই ভয়াবহ বিস্ফোরণ হয়।
কেনটাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে অবহিত করতে কাজ করছে।
লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, সব জরুরি সেবা ঘটনাস্থলে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকে।
বিএনএ/ ওজি
![]()
