26 C
আবহাওয়া
৭:০১ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ আজ

ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ আজ

ব্রাজিল-আর্জেন্টিনা

বিএনএ ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। রোববার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় সাও পালোয় দুই দলের মহারণ শুরু হবে।

ঘরের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার এবারের টুর্নামেন্টে ব্রাজিলের স্বপ্ন ভেঙ্গে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেই সুবাদে দেশের হয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। শিরোপা আমেজ কাটতে না কাটতে আবারও একে অপরের বিপক্ষে নামছে এই দুদল।

কোপা আমেরিকার ম্যাচের পরে অবশ্য আরও একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গত শুক্রবার রাতে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামে লিওনেল স্কালোনির শিষ্যরা। ওই ম্যাচে ৩-১ গোল ব্যবধানে জয় পায়  আলবিসেলেস্তেরা।

নিজেদের শেষ ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে তিতের শিষ্যরা। নিজেদের প্রত্যেকটি ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে স্বভাবতই লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে ব্রাজিল। ৭ ম্যাচে তাদেরে সংগ্রহ ২১ পয়েন্ট।

এদিকে, সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১৫ পয়েন্ট। এছাড়াও, ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে ইকুয়েডর এবং ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে উরুগুয়ে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ