34 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » প্রথম ওয়ানডে; বাংলাদেশ-জিম্বাবুয়ে দল ঘোষণা

প্রথম ওয়ানডে; বাংলাদেশ-জিম্বাবুয়ে দল ঘোষণা

প্রথম ওয়ানডে; বাংলাদেশ-জিম্বাবুয়ের দল ঘোষণা

বিএনএ ডেস্ক: বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগার বাহিনী। প্রথম ম্যাচ ঘিরে এরই মধ্যে দল ঘোষণা করেছে উভয় দেশ।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, দুই দলের শক্তির বিচারে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।

জিম্বাবুয়ে দল

রায়ান বার্ল, রেজিস চাকাভা (অধিনায়ক), ইভান্স ব্র্যাডলি, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাকুজওয়ানাশে কাইতানো, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা।

চোটে থাকা নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনের পরিবর্তে নেতৃত্ব দেবেন রেজিস চাকাভা। গত জুনে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলা দলে আটটি পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

দুই দলের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। অতীতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৭৮ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। এর মধ্যে বাংলাদেশ জয় পায় ৫০টিতে আর ২৮টিতে জয় পায় জিম্বাবুয়ে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ