16 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » এসজিসিসিপি-পোর্টল্যান্ড নাইট গলফ টুর্নামেন্ট-২৪ সম্পন্ন

এসজিসিসিপি-পোর্টল্যান্ড নাইট গলফ টুর্নামেন্ট-২৪ সম্পন্ন

এসজিসিসিপি(Shaheen Golf and Country Club Patenga, Chattogram) আয়োজিত পোর্টল্যান্ড গ্রুপ সহযোগিতায় পোর্টল্যান্ড নাইট গলফ টুর্নামেন্ট

চট্টগ্রাম: প্রতি বছরের ন্যায় এসজিসিসিপি (Shaheen Golf and Country Club Patenga, Chattogram) আয়োজিত পোর্টল্যান্ড গ্রুপের সহযোগিতায় পোর্টল্যান্ড নাইট গলফ টুর্ণামেন্ট ২০২৪ জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার(৫ মার্চ) পতেঙ্গা শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাবে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন করপোরেট প্রতিষ্ঠান পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার।

পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার।
পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার।

প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া)  আঞ্চলিক শাখার প্রেসিডেন্ট  বেগম কানিজ আফরোজা।

এ সময় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া)
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া)

চট্টগ্রাম নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এডমিরাল খন্দকার মেজবাহ উল আজিম, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান এয়ার অফিসার কমান্ডিং বিএএফ এয়ার ভাইস মার্শাল এ কে এফ শফিউল আজম ও নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পোর্টল্যান্ড নাইট গলফ টুর্নামেন্ট সম্পন্ন
পোর্টল্যান্ড নাইট গলফ টুর্নামেন্ট সম্পন্ন

প্রসঙ্গত: এবার পোর্টল্যান্ড নাইট গলফ টুর্ণামেন্টে ১৭ জন মহিলাসহ সর্বমোট ১২৬ জন গলফার অংশ নেন।

বিএনএ,এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ