34 C
আবহাওয়া
৭:০১ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠান আমদানি করবে ২৫ হাজার টন চাল

চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠান আমদানি করবে ২৫ হাজার টন চাল

চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠান আমদানি করবে ২৫ হাজার টন চাল

বিএনএ,চট্টগ্রাম: ৫ শতাংশ ভাঙ্গা দানাবিশিষ্ট সিদ্ধ চাল আমদানির শর্ত মেনে চট্টগ্রামের তিন প্রতিষ্ঠান আমদানি করবে ২৫ হাজার টন চাল। চট্টগ্রামের তিন প্রতিষ্ঠানসহ দেশের ১৯টি প্রতিষ্ঠান ২ লাখ ২৫ হাজার টন চাল আমদানি করবে। তবে কোনোভাবেই বাসমতি চাল আনা যাবে না।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বাণিজ্য সচিব বরাবর চাল আমদানির অনুমোদন সংক্রান্ত চিঠিটি পাঠানো হয়। একইসাথে বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠিও পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

চট্টগ্রাম থেকে অনুমতি পাওয়া তিন প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স সামছুল আলম ১০ হাজার টন, মেসার্স এস অ্যান্ড কোং ১০ হাজার টন ও আল আমিন এস্টাব্লিশমেন্ট ৫ হাজার টন।

অনুমতিপত্রে বলা হয়েছে, বরাদ্দপত্র ইস্যুর ৭ দিনের মধ্যে ঋণপত্র-এলসি খুলতে হবে। এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

ব্যবসায়ীদের মধ্যে যারা ৫ হাজার টন বরাদ্দ পেয়েছেন তাদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ২০ দিনের মধ্যে শতভাগ চাল বাজারজাত করতে হবে। আর যেসব প্রতিষ্ঠান ১০ থেকে ৫০ হাজার টন আমদানির অনুমতি পেয়েছে তাদের ঋণপত্র খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং এক মাসের মধ্যে বাকি চাল বাজারজাত করতে বলা হয়েছে।

চট্টগ্রামের তিন প্রতিষ্ঠান ছাড়া বাকি ১৬টি প্রতিষ্ঠানসমূহ হলো- ময়মনসিংহ থেকে মেসার্স মজুমদার ট্রেডার্স ৫০ হাজার টন, যশোরের মেসার্স মজুমদার অ্যান্ড সন্স ২০ হাজার টন, মেসার্স লিটন এন্টারপ্রাইজ ১০ হাজার টন, মেসার্স সুশান্ত কৃষ্ণ রায় ১০ হাজার টন, মেসার্স গ্লোবাল এন্টারপ্রাইজ ৫ হাজার টন, সাতক্ষীরার মেসার্স মজুমদার এন্টারপ্রাইজ ২৫ হাজার টন, মেসার্স নিশাত ইন্টারন্যাশনাল ১৫ হাজার টন, গাইবান্ধা থেকে মেসার্স প্রধান ট্রেডার্স ৫ হাজার টন, পাবনা থেকে পূর্বাশা ট্রেডিং ৫ হাজার টন, দিনাজপুর থেকে মেসার্স ইউনাইটেড রাইস মিল ৫ হাজার টন, চাঁপাইনবাবগঞ্জের মেসার্স হোসেন ট্রেডার্স ১০ হাজার টন, মেসার্স নজরুল সুপার রাইসমিল ১০ হাজার টন, মেসার্স ইসলাম ট্রেডার্স ৫ হাজার টন, মেসার্স নবাব ফিড প্রোডাক্টস ১০ হাজার টন, শেরপুর থেকে মেসার্স এবি ট্রেড ইন্টারন্যাশনাল ১০ হাজার টন ও বগুড়ার ফিরিয়া ট্রেড ইন্টারন্যাশনাল ৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছে।

প্রসঙ্গত, এর আগে রোববার (৩ জানুয়ারি) ১ লাখ ৫ হাজার টন সিদ্ধ চাল আমদানির জন্য ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ