বিএনএ, বিশ্বডেস্ক : দীর্ঘদিন বন্ধ রাখার পর অবশেষে কাতারের সঙ্গে সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। সৌদি আরব কাতারের সাথে তার স্থল ও সমুদ্র সীমান্ত আবার খুলে দিতে রাজি হয়েছে বলে কুয়েত সরকার জানিয়েছে। এর মধ্যে দিয়ে উপসাগরীয় এই দুটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিবাদের অবসান ঘটতে যাচ্ছে।
২০১৭ সালের মাঝামাঝি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। সীমান্ত বন্ধ করে দেয়া হয়। সৌদির উপর দিয়ে কুয়েতের বিমান চলাচলও বন্ধ করে দেয়া হয়। গালফ কোঅপারেশন কাউন্সিলের শীর্ষ বৈঠকের প্রাক্কালে সোমবার সৌদির সীমান্ত খুলে দেয়ার ঘোষণা করেন কুয়েতের বিদেশমন্ত্রী আহমেদ নাসের আল-সাবাহ। তিনি জানিয়ে দেন, রিয়াধ তাঁদের স্থল সীমান্ত কুয়েতের জন্য খুলে দেবে। আকাশ ও সমুদ্র পথও খুলে দেয়া হবে।
কুয়েতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, কুয়েতের আমির কথা বলেছেন সৌদির যুবরাজ এবং কাতারেরআমিরের সঙ্গে। তিন নেতা একত্রিত হয়ে বিবৃতিতে সই করবেন এবং ভাতৃত্বসুলভ সম্পর্ক শুরু হবে।
আল-উলায় পৌঁছানোর পর কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবে উপসাগরীয় দেশগুলোর এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তার আগেই এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমঝোতা হয়েছে বলে জানা যাচ্ছে। এই সম্মেলনে যোগ দিতে উপসাগরীয় দেশগুলোর নেতারা সৌদি আরবে পৌঁছেছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্মেলনের উদ্যোক্তা একটি সূত্র বলছে কাতারের সাথে আকাশ সীমা উন্মুক্ত করে দেয়া এবং স্থল ও সমুদ্র সীমান্ত খুলে দেবার সিদ্ধান্তটির লক্ষ্য ছিল একটা আস্থা তৈরি করা, যাতে করে এই সম্মেলনে কাতারের আমীরের উপস্থিতি নিশ্চিত করা যায়।
যখন ২০১৭ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তখন কাতারের আমীর বলেছিলেন যেসব দেশের দরজা কাতারের নাগরিকদের জন্য বন্ধ তেমন কোন দেশে তিনি যাবেন না।
উল্লেখ্য,২০১৭ সালের মাঝামাঝি নাগাদ সৌদি আরব ও কাতারের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। সৌদি আরব তখন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সীমান্ত বন্ধ করে দেয়া হয়। বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়। আমিরাত, বাহরিন এবং মিশরও একই ধরনের ব্যবস্থা নেয়। এই চার দেশের অভিযোগ ছিল, দোহা কট্টরপন্থীদের সমর্থন করছে এবং তারা সৌদির বিরোধী ইরানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। সম্পর্ক স্বাভাবিক করার জন্য এই চার দেশ ১৩ দফা প্রস্তাব দিয়েছিল কাতারকে। তার মধ্যে ইরানের সঙ্গে দূরত্ব ছাড়াও আল জাজিরা নেটওয়ার্ক বন্ধ করে দেয়ার শর্ত রাখা হয়েছিল।
বিএনএনিউজ/এইচ.এম।