21 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » চসিক নির্বাচনে কারচুপি হলে আন্দোলন: শামীম

চসিক নির্বাচনে কারচুপি হলে আন্দোলন: শামীম

চসিক নির্বাচনে কারচুপি হলে আন্দোলন: শামীম

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলেই সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলেও প্রত্যাশা করেন তিনি।

মঙ্গলবার (৫ জানুয়ারী) নগরীর একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান আরও বলেন,যদি চসিক নির্বাচনে কারচুপি করা হয় তাহলে আন্দোলন শুরু হবে।সরকার বিরোধী কণ্ঠ ও মতকে নিশ্চিহ্ন করে বেপরোয়া দেশ শাসন করতে গিয়ে জনগণের নাভিশ্বাস উঠেছে। জনগণ যাতে কোনো প্রতিবাদ করতে না পারে সেজন্য প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সে সময় নগর বিএনপির আহ্বায়ক ও চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। দেশে ভোটের অধিকার, মানবিক মূল্যবোধ, কথা বলার অধিকার ও আইনের শাসন বলতে কোন কিছুই  নেই।

পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন  বিএনপির কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানসহ অনেকে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ভূমি মন্ত্রণালয় তৃণমূল মানুষের আশার কেন্দ্রবিন্দু--ভূমি উপদেষ্টা