18 C
আবহাওয়া
৪:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » সারাদেশে কমেছে শীতের তীব্রতা

সারাদেশে কমেছে শীতের তীব্রতা

সারাদেশে কমেছে শীতের তীব্রতা

বিএনএ ডেস্ক: টানা দুই সপ্তাহের হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পর উত্তরের জনপদের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।উত্তর জনপদসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা আরও কমেছে।দিনের তাপমাত্রা বাড়তে থাকায়  কেটে যাচ্ছে কুয়াশা, বাড়ছে উষ্ণতা।

আবহাওয়া অধিদপ্তর জানায়,সারাদেশে শীতের তীব্রতা কমে আসবে।সেইসঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার(৫ জানুয়ারি) ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত  শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।আগামি ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে, রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে; ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ রাঙ্গামাটিতে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় আছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ