31 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » রাজশাহীতে স্ত্রী-সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা

রাজশাহীতে স্ত্রী-সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা

রাজশাহীতে স্ত্রী-সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা

বিএনএ, রাজশাহী : রাজশাহীতে নেশার টাকা না পেয়ে স্ত্রী ও ৫ মাসের শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে ফিরোজ মণ্ডল নামের এক পাষান্ড পিতা। সোমবার (৪ জানুয়ারি) রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পলি খাতুন (২০) ও ৫ মাস বয়সী শিশুকন্যা ফারিয়া।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার দারুসসালাম এলাকা থেকে ঘাতক ফিরোজকে গ্রেফতার করে রাজশাহীর পুটিয়া থানায় নিয়ে আসা হয়েছে।

বিষয়টি রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানিয়েছেন।

তিনি জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ