21 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » করোনার ভ্যাকসিন প্রয়োগের নীতিমালা চূড়ান্ত

করোনার ভ্যাকসিন প্রয়োগের নীতিমালা চূড়ান্ত

করোনা

বিএনএ ডেস্ক, ঢাকা: দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগে ১৩৭ পৃষ্ঠার নীতিমালা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১১ টার দিকে এ নীতিমালা চূড়ান্ত করা হয়।

এর আগে সোমবার (৪ জানুয়ারি) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ এর ভ্যাকসিন বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা বেক্সিমকোকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো।

উল্লেখ্য, বাংলাদেশ আগামী মাসের শুরুতে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৫০ লাখ ডোজ টিকা পাবে বলে আশা করা হচ্ছে। যা দিয়ে দেশের তিন শতাংশ মানুষের মাঝে দেওয়া যাবে।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ