23 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি শহরের ভেদভেদী বাজারে সিএনজিচালিত অটোরিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আরও চারজন আহত হন। শনিবার (৪ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিক্সাটি রাস্তার পাশে পার্কিং করা ছিলো। বেপরোয়াভাবে বাসটি এসে সিএনজিটাকে মেরে দেয়। এতে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহতরা হলেন- পরিমিলা চাকমা (৪৫) এবং গুরিমালা চাকমা (৫৫)। আহতরা হলেন- রিপন চাকমা, রিকন চাকমা, পিন্টু চাকমা ও পরি চাকমা।

প্রত্যক্ষদর্শী আবু হেনা রণি জানান, আমি চায়ের দোকানে ছিলাম হঠাৎ বিকট শব্দ শুনে বাহিরে এসে দেখি বাসটি সিএনজিটিকে মেরে দিয়েছে। পরে আমরা সিএনজি থেকে যাত্রীদের উদ্ধার করি।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

নিহতের সংবাদ নিশ্চিত করে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, ভেদভেদী দুর্ঘটনায় ২ জনের মরদেহ আনা হয়। এছাড়া আরও ৪ জনকে গুরুতর অবস্থায় আনা হলে একজনকে ছাড়া বাকি ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

এ বিষয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, প্রাথমিকভাবে জানতে পারি, বাসটি এসে সিএনজিচারিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। আমরা ঘটনাস্থলে বাসটি আটক করি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ