বিএনএ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এএসএম কেমিক্যাল লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৩ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে গাজীপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিটের টানা সোয়া ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ডাম্পিং সরানোর কাজ চলমান থাকবে।
জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের ওই কেমিক্যাল কারখানার এসবিপি প্ল্যান্ট (ব্লিচিং পাউডার প্ল্যান্ট) থেকে আগুনের সূত্রপাত হয়।
বিএনএ/রুকন,এমএফ
Total Viewed and Shared : 15