29 C
আবহাওয়া
৯:১২ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » আজ অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে মাহমদুউল্লাহ বাহিনী

আজ অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে মাহমদুউল্লাহ বাহিনী

আজ অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে মাহমদুউল্লাহ বাহিনী

বিএনএ ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল চারটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  শুরু হবে ম্যাচটি।

চার ম্যাচ খেলে সবকটিতেই হেরে ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। অভিজ্ঞ এবং তারুণ্যের মিশেলেই গড়া হয়েছিলো বাংলাদেশ দলটি। এরপরও সামর্থ্যরে সেরাটা ২২ গজে দিতে পারেননি কোন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেকটা নিয়ম রক্ষার।

সম্প্রতি ঘরের মাঠ মিরপুরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে অজিদের বিপক্ষে শেষ ম্যাচে জয় তুলেই বাড়ি ফিরতে চায় মুশফিক,লিটনরা।

সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দুইটিতে জিতেছে অস্ট্রেলিয়া। তাই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য ফিঞ্চ, ওয়ার্নারদের জয়ের বিকল্প নেই। সেজন্য ম্যাচটি জিততে আপ্রাণ চেষ্টা করবে তারা।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ৯ ম্যাচে মুখোমুখি হয়েছিলো। এতে ৫ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া আর চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। যদিও অতীত সমীকরণ, সাম্প্রতিক পারফরম্যান্স এবং অভিজ্ঞতায় বাংলাদেশ দলের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর ‍রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিসেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কু স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিসেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ