27 C
আবহাওয়া
৭:১৯ পূর্বাহ্ণ - মে ২৯, ২০২৩
Bnanews24.com
Home » জাতীয় গ্রিডে বিপর্যয় তদন্তে দুই কমিটি

জাতীয় গ্রিডে বিপর্যয় তদন্তে দুই কমিটি


বিএনএ, ঢাকা: জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি কমিটি গঠন করবে বিদ্যুৎ বিভাগ। অন্যটি করবে তৃতীয়পক্ষ থকে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে এ নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। দুইটি কমিটি বিভ্রাটের কারণ খুঁজে বের করবে।

মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের সময় জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ে বিপুলসংখ্যক মানুষ। সাড়ে তিন ঘণ্টা পর রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সময়ের মধ্যে সরবরাহ চালুর চেষ্টা চলছে।

বিএনএ/এমএফ

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ