22 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে ঝুলছিল গৃহবধূর মরদেহ

বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে ঝুলছিল গৃহবধূর মরদেহ


বিএনএ, বরিশাল:  বরিশাল শহরের সিঅ্যান্ডবি রোড সংলগ্ন এলাকায় নিউ লাইফ মাদক নিরাময় ও চিকিৎসা কেন্দ্র থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) কোতোয়ালি মডেল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার দুপুরে ওই প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীরা  হলেন, ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গ্রামের প্রবাসী আজাদ সিকদারের স্ত্রী আফরোজা।

জানা গেছে, অস্বাভাবিক আচরণ দেখা দিলে আফরোজাকে পরিবার থেকে মানসিক চিকিৎসার জন্য গত ৩১ আগস্ট নিউ লাইফ মাদক নিরাময় ও চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু রোববার গলায় ফাঁস দিয়ে সেখানে আত্মহত্যা করেন তিনি।

আফরোজার দুলাভাই (বোনের স্বামী) মন্টু মিয়া জানান, মূলত স্বামীর সঙ্গে তার ঝামেলা চলছিল। এরপর থেকে অসংলগ্ন কথাবার্তা বলতো। আমরা তাকে গত ৩১ আগস্ট চিকিৎসার জন্য নিউ লাইফ মাদক নিরাময় ও চিকিৎসা কেন্দ্রে ভর্তি করি। যেন সব সময় তার দেখাশোনা করার জন্য পাশে কেউ থাকে। কিন্তু রোববার (৩ সেপ্টেম্বর) আমাদের ফোন করে জানানো হলো আফরোজা মারা গেছেন। তাহলে নিউ লাইফ কি দায়িত্ব পালন করলো? আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। তারা দায়িত্ব অবহেলা করেছে।

এ বিষয়ে নিউ লাইফ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপপুলিশ পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, রোববার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ দেয় তাহলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি

Loading


শিরোনাম বিএনএ